শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পূজা উদযাপন পরিষদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
হানিফ বলেন, ‘গত নয় বছর প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে তার দক্ষতা, বিচক্ষণতা, প্রাজ্ঞতা এবং মেধা দিয়ে বাংলাদেশকে একটি উচ্চতর পর্যায়ে নিয়ে এসেছেন। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হবে বলে বিশ্ববাসী আশা প্রকাশ করছেন। তাই শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে।’
দেবী দুর্গার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সুস্থ ও জীবিত থাকলে সব সমস্যা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।’
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ওখানে শুধু মুসলমানদের নয়, হিন্দু সম্প্রদায়ের ওপরও নির্যাতন করা হচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্যাতিত-নিপীড়িত মানুষকে আশ্রয় দিয়েছেন। সেই কারণে তিনি মানবতার জননী বা মানবতার মাতা হিসেবে ব্রিটিশ মিডিয়ায় অভিহিত হয়েছেন।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রমুখ।
Post a Comment