নারায়ণগঞ্জে যৌতুক মামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেন।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া রোববার বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত এএসআই হাজ্জাজুর রহমান সুমন (৪৫) মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খেরুপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, স্ত্রীর যৌতুক মামলায় পুলিশের এএসআই হাজ্জাজুর রহমান সুমনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ এপ্রিল সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে হাজেরা আক্তার মুক্তাকে বিয়ে করেন পুলিশের এএসআই হাজ্জাজুর রহমান সুমন। সেসময় এএসআই হাজ্জাজুর রহমান সুমন আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের জন্য মুক্তাকে চাপ দিতেন এবং নির্যাতন করতেন।
পরে মুক্তা ২০১৫ সালে সুমনের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেন। মামলার পর সুমন বদলি হয়ে খুলনা বিভাগে যান। স্ত্রীর অভিযোগে পুলিশ বিভাগীয় শাস্তির অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করেন খুলনার পুলিশ লাইনে রাখা হয়।
Post a Comment