ঝালকাঠিতে ৮০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে শহরের ব্র্যাক মোড় থেকে সদর থানার ওসি মো. মাহে আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে।
এসময় এদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন পিরোজপুর জেলা মঠবাড়িয়ার উপজেলার সেনেটিকিকাটা গ্রামের দুলু হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৪) ও একই এলাকার জাহিদ হোসেনের ছেলে আল-আমিন খান (২১)।
ঝালকাঠির অতিরিক্তি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, মঙ্গলবার রাতে শহরের ব্র্যাক মোড় এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে থানা পুলিশের টহলদল বরিশাল থেকে পিরোজপুরগামী একটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর দেহ তল্লাশি করে। তাদের দেহে থাকা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুধবার সকালে সদর থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরুদ্ধে মামলা করেছে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Post a Comment