নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন বাবু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ শাহ জালাল রোডে এ ঘটনা ঘটে।
নিহত বাবু হাজীগঞ্জ পেপার মিল এলাকার আজিজ হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
নিহতের মামা খোকন জানান, রাত ৮টার দিকে হাজীগঞ্জ শাহ জালাল রোডে ৪/৫ জন দুর্বৃত্ত বাবুকে ছুরিকাঘাত করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, 'ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে (বাবু) পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ব্যাপারে কয়েকজনকে সন্দেহ হয়েছে। তাদের নাম পুলিশকে জানিয়েছি।'
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন যুগান্তরকে জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কয়েকজনকে সন্দেহ করেছেন। তাদের বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে।
খানপুর হাসপাতালের চিকিৎসক কাজী এনামুল হক জানান, নিহতের পেটে দুইটি ও পিঠে একাধিক জখম রয়েছে। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Post a Comment