রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার দুপুরে ন্যাশন্যাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) আয়োজিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভি বলেন, ‘আদালত যদি আজ নিরপেক্ষ থাকতো তাহলে এই ধরনের মামলায় কখনো বিএনপি প্রধানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো না। এটা সম্ভব হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির নির্দেশেই।’
এ সময় তিনি অবিলম্বে খালেদা জিয়ার নামে এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘অবৈধ সরকার খালেদা জিয়ার অস্তিত্বকে বিপন্ন বোধ করে বলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে এই গ্রেফতারি পারোয়ানা আওয়ামী লীগ শাসনমালের সমাপ্তি হলে কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।’
Post a Comment