ছিটমহলের বাসিন্দারা জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। রংপুর বিভাগের তিন জেলার ২৩টি ইউনিয়নে সোমবার ভোটকে কেন্দ্র করে চলছে উৎসবের আমেজ। প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

পঞ্চগড়, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার ২৩টি ইউনিয়নে ১১১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে ২৫৭টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৩৮ হাজার ৭৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এবারই প্রথম বিলুপ্ত ছিটমহলগুলোতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। এতে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ চলছে। বিলুপ্ত ছিটমহলগুলোর ভোটাররা জীবনে প্রথম প্রতিনিধি নির্বাচন করবেন ভোটের মাধ্যমে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
Post a Comment