দেশের সাম্প্রতিক ঘটনায় মূল পরিকল্পনাকারী জেএমবি নেতা তামিম চৌধুরী ও জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মেজর (বরখাস্ত) জিয়াকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক এ ঘোষণা দেন।
আইজিপি বলেন, “গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরের ঘটনার মূল পরিকল্পনাকারী ও উদ্বুদ্ধকারী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী এবং সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত মেজর জিয়া। তাদের ব্যাপারে তথ্য দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।”
তিনি আরো বলেন, “জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরলে তাদের আইনি সহায়তা তাদের দেয়া হবে।” হামলার সময় তামিম চৌধুরী দেশে ছিলো বলেও জানান তিনি।
Post a Comment