২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন সময়কালে উত্থাপিত আয়কর, মূল্য সংযোজন কর এবং শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নাবলীর বিধি মোতাবেক উত্তর প্রদানে সহায়তা করতে জাতীয় সংসদে একটি ‘হেল্পডেস্ক’ চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বুধবার হেল্পডেস্কটি চালু করা হয়। এটি অগামী ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে। হেল্পডেস্কে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, মূসক ও শুল্ক অনুবিভাগের ৫৬ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন ২ জন করে ২৬ দিন ৫৬ জন কর্মকর্তা নিয়োজিত থেকে বাজেট অধিবেশনে উত্থাপিত আয়কর, মূসক ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যগণকে সহায়তা প্রদান করবেন। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী,সংসদ অধিবেশন চলাকালীন জাতীয় সংসদে আগত দর্শনার্থী,সাংবাদিক এবং অতিথিরা ‘হেল্পডেস্ক’ থেকে অনুরুপ সহায়তা গ্রহণ করতে পারবেন। এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান এ বিষয়ে বলেন,২০১৬-১৭ অর্থবছরে বাজেট অধিবেশন চলাকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যগণ,দর্শনার্থী, সাংবাদিক এবং অতিথিদের বাজেটে উত্থাপিত আয়কর, মূসক ও শুল্ক বিষয়ে বিভিন্ন প্রশ্নের সহজ উত্তর এবং সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান বিষয়ক সহায়তা করার জন্য এ হেল্পডেস্ক চালু করা হয়েছে। এর মাধ্যমে বাজেট অধিবেশন সময়কালে সকলে প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে, এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,করদাতাসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা ও অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং করদাতা-বান্ধব এবং একই সাথে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা আগামীকাল পেশ করা হবে।
Post a Comment