আদালতে মিথ্যা এফিডেফিট জমা দেওয়ায় জেল হয়েছে অভিনেতা রাজপাল যাদবে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট তাকে ৬ দিনের কারাদণ্ড দিয়েছে।

আগামী ১৪ জুলাইয়ের মধ্যে রাজপালকে জেলে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, ২০১০ সালে ছবি-পরিচালনার জন্য এমজি আগরওয়াল নামে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা ধার করে ফেরত না দেওয়ায় অভিনেতার বিরুদ্ধে আদালতে যান দিল্লির ওই ব্যবসায়ী। মামলায় ১০ দিনের জেল হয় বলিউডের এই কমেডিয়ানের। আদালতের এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে পাল্টা আবেদন করেন রাজপাল। শেষে ৪ দিন জেলে কাটানোর পর আদালতের নির্দেশে ছাড়া পান রাজপাল। কিন্তু শোনা যাচ্ছে আলাদতে নাকি মিথ্যা এফিডেফিট জমা দিয়েছিলেন এই অভিনেতা। আর এতে ক্ষুব্ধ হয়ে আদালত ৬ দিনের কারাদণ্ড দিয়েছেন রাজপাল যাদবকে।
Post a Comment