কয়েক বছর ধরেই টিভি নাটক নির্মাণ করছেন ওমরসানী ও মৌসুমীর পুত্র ফারদিন এহসান স্বাধীন। তার নির্মিত টেলিমুভি ‘ডেস্টিনেশন’ দর্শকমহলে বেশ আলোচিত হয়েছে।
তারপর আরও একটি নতুন প্রজেক্টে
কাজ করার কথা ছিলো ফারদিনের। কিন্তু কাজটি শুরুর আগেই পাড়ি দিলেন আমেরিকায়। সেখান
ফিল্ম বিষয়ে পড়াশোনা করছেন।
পড়াশোনার পাশাপাশি
নির্মাণেরও চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজের অফার
পেলেন হলিউডের সিনেমায়। কেনি গেগ ও ডেভন ডাউন’র ‘সিনথিয়া’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন বলে জানিয়েছেন
তিনি।
ফারদিন জানিয়েছেন,
১৫ মে থেকে এই চলচ্চিত্রের কাজে যোগ দেবেন
ফারদিন।
উল্লেখ্য, নির্মাণেই নিজের ক্যারিয়ারে স্বপ্ন দেখেন ফারদিন। সেই
স্বপ্নেই পাড়ি দিয়েছেন আমেরিকায়। গত এপ্রিলে থেকে ফিল্মের উপর পড়াশোনা করছেন।
পড়াশোনা শেষে দেশে ফিরবেন তিনি।
Post a Comment