বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন অব্যাহত রাখতে জাতীয় গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পদে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। সে পরিকল্পনার অংশ হিসেবে পরিবর্তন আনা হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে— এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার (১ মে) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ অভিযোগ করেন তিনি। মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, ‘র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে পদোন্নতি দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে। সেনাবাহিনী থেকে এ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে।’
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করে বলেন, ‘সরকারের অন্যায় আদেশ-নির্দেশ তামিল করার পুরস্কার হিসেবে জাতীয় গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ এ পদে বসানো হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে। এ কর্মকর্তাকে নতুন এ পদে বসিয়ে আরো অন্যায় নির্দেশনা তামিল করাতে চায় সরকার।’
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘সব গুম-খুনের হিসাব কড়ায়-গন্ডায় দিতে হবে। দায় এড়ানোর কোনো সুযোগ নেই।’ গত ২৮ এপ্রিল ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।
সমাবেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের ভূমিকারও তীব্র সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন। বহু মানুষ গুম-খুনে র্যাব মহাপরিচালকের সম্পৃক্ততার অভিযোগ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘প্রমোশন নয়, এ পুলিশ কর্মকর্তার থাকার কথা জেলখানায়।’
নারায়ণগঞ্জের সাত খুনের প্রসঙ্গ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘নৃশংস এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আবার জামাই আদরে জেলে রাখা হয়েছে। আজ পর্যন্ত তাদের কোনো বিচার হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই খুনের বিচার হবে না।’
Post a Comment