একদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আলো কেড়েছেন মুস্তাফিজুর রহমান, অন্যদিকে জাতীয় দলে তারই সতীর্থ সাকিব আল হাসান অনেকটা নিষ্প্রভ। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। শনিবার বিকেল চারটায় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের মাঠে নামবে সাকিবের কলকাতা নাইটরাইডার্স। অন্যদিকে রাত সাড়ে আটটায় রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ।
আইপিএলের চলতি আসরে কলকাতার অবস্থান বেশ শক্ত। ছয় ম্যাচের চারটিতে জিতে তালিকার দ্বিতীয়তে রয়েছে তারা। শীর্ষে থাকা গুজরাট লায়ন্সের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে শাহরুখ খানের দল। কিন্তু ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান ছন্দে ফিরতে পারেননি। খেলার সুযোগ পেয়েছেন চারটি ম্যাচে। করেছেন মাত্র ২০ রান। মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ভিড়লেও এখনো বাঁহাতি স্পিনার হিসেবে দুটি উইকেটের বেশি নিজের ঝুলিতে পুরতে পারেননি তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর মাত্র এক বছরের মাথায় কাটার মাস্টার হিসেবে সুপরিচিত হয়ে উঠেছেন মুস্তাফিজ। আইপিএলেও চলছে তার বোলিং জাদু। দলের হয়ে প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। উইকেট পেয়েছেন সাতটি। তবে উইকেট শিকারি হওয়ার চেয়ে লিগের সবচেয়ে 'কিপটে' বোলার হিসেবে সবার নজর কেড়েছেন তরুণ এই পেসার। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তার দল সানরাইজার্স। এ পর্যন্ত ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে তারা।
শনিবার কলকাতা খেলবে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে সানরাইজার্স খেলবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বিরাট কোহলি ধারাবাহিক ভাবে দুর্দান্ত ব্যাটিং করলেও বেঙ্গালুরুর অবস্থান পেছনের দিকেই। ৫ ম্যাচে মাত্র দুইটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে তারা।
আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর মাত্র এক বছরের মাথায় কাটার মাস্টার হিসেবে সুপরিচিত হয়ে উঠেছেন মুস্তাফিজ। আইপিএলেও চলছে তার বোলিং জাদু। দলের হয়ে প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। উইকেট পেয়েছেন সাতটি। তবে উইকেট শিকারি হওয়ার চেয়ে লিগের সবচেয়ে 'কিপটে' বোলার হিসেবে সবার নজর কেড়েছেন তরুণ এই পেসার। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তার দল সানরাইজার্স। এ পর্যন্ত ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে তারা।
শনিবার কলকাতা খেলবে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে সানরাইজার্স খেলবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বিরাট কোহলি ধারাবাহিক ভাবে দুর্দান্ত ব্যাটিং করলেও বেঙ্গালুরুর অবস্থান পেছনের দিকেই। ৫ ম্যাচে মাত্র দুইটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে তারা।
Post a Comment